দার্জিলিং পুরসভার চেয়াম্যান ডি কে প্রধান এখনও জেলে। ভাইস চেয়ারম্যান রামজান গোলে পার্টির সদস্য পদ ও ভাইস চেয়ারম্যান – দুই পদ থেকেই ইস্তফা দিয়েছেন। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, আজ পুরসভার কনফারেন্স হলে সমস্ত কাউন্সিলারদের এক মিটিঙে ডাকা হয়েছে আর সেখান থেকেই দার্জিলিং পুরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলেছেন অনীত-বিনয় জুটি। স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রতিভা রাইকে পুরসভার চেয়ারম্যান করা হতে পারে। অন্যদিকে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাগর তামাংকে ভাইস চেয়ারম্যান করা হতে পারে। বিমল গুরুং ঘনিষ্ঠদের সরিয়ে দিয়ে অনীত-বিনয়দের ঘনিষ্ঠদের দার্জিলিং পুরসভার মাথায় বসানো হওয়াতে পাহাড়ের অন্য তিন পুরসভার মত দার্জিলিংও বকলমে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের হাতে চলে এল বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা।
আজই কি দার্জিলিং পুরসভা ‘বকলমে’ তৃণমূলের দখলে আসতে চলেছে?
আপনার মতামত জানান -