ঘোষণা হয়ে গেল সবং বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘন্ট। আগামী ২১ ডিসেম্বর ভোটগ্রহণ হবে এবং ২৪ ডিসেম্বর হবে ভোটগণনা ও ফলপ্রকাশ। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে এই খবর সামনে আসতেই রাজ্যবাসীর মনে প্রশ্ন কে পেতে পারেন এই সবং আসনের টিকিট। মুকুল রায় দলত্যাগ করার আগে একবার গুজব ছড়িয়েছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে মুকুল রায়কে টিকিট দিয়ে রাজ্যে মন্ত্রীত্ত্বের দায়িত্ত্ব দিতে পারেন। কিন্তু সেসব এখন অতীত।
২০১৬ তে বিধানসভা নির্বাচনে এখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে জয়লাভ করেন মানস ভূঁইয়া। পরাজিত হন তৃণমূল কংগ্রেসের নির্মল ঘোষ। কিছুদিন আগে স্থানীয় সূত্রে জানা গিয়েছিল ২০১৬ তে সবং ‘টাফ’ আসন ছিল শাসকদলের কাছে, তবুও নির্মলবাবু যেভাবে লড়াই দিয়েছিলেন তাতে খুশি শাসকদলের শীর্ষনেতৃত্ত্ব। আর তাই পুরস্কার স্বরূপ আবার নির্মল ঘোষকেই প্রার্থী করতে পারেন দলনেত্রী। কিন্তু আজ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করণে প্রকাশিত খবর অনুযায়ী প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনা মানস ভূঁইয়ার ভাই বিকাশ ভূঁইয়া। যদিও সরকারি ভাবে তৃণমূল কংগ্রেসের তরফে এখনো কোনো প্রার্থীনাম ঘোষণা করা হয় নি।
সবং বিধানসভা নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল প্রার্থী?
আপনার মতামত জানান -