
সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর তাই সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে এক ঝাঁক দলীয় শীর্ষ নেতা ও মন্ত্রীদের নিয়মিত তপসিয়ায় তৃণমূল ভবনে বসার নির্দেশ দিলেন তৃণমূল শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তৈরি করা তিলক অনুযায়ী সপ্তাহের প্রতিদিনই অন্তত দুজন শীর্ষনেতা থাকবেন সেখানে। শেষ পাওয়া খবর অনুযায়ী কোন দিন কোন নেতা থাকছেন তৃণমূল ভবনে তার তালিকা নিম্নরূপ –
সোমবার : রাজীব বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য
মঙ্গলবার : মদন মিত্র, ইন্দ্রনীল সেন
বুধবার : সুব্রত বক্সি, মদন মিত্র
বৃহস্পতিবার : ফিরহাদ হাকিম, মদন মিত্র
শুক্রবার : চন্দ্রিমা ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, মদন মিত্র
শনিবার : সুব্রত বক্সি, মদন মিত্র
রবিবার : ইন্দ্রনীল সেন, মদন মিত্র
আপনার মতামত জানান -