
গত ২১ শে ডিসেম্বর সবং উপনির্বাচনে হয়ে গেল ভোটদান। এবার লড়াই ছিল পাঁচ প্রার্থীর। শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন প্রাক্তন কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়ার পত্নী গীতারানি ভূঁইয়া, বিজেপি প্রার্থী হন অন্তরা ভট্টাচার্য, সিপিআইএমের প্রার্থী হন রীতা জানা মন্ডল, কংগ্রেস প্রার্থী হন চিরঞ্জীব ভৌমিক ও এসইউসিআই-এর প্রার্থী হন দীনেশ মেইকাপ। ভোটগ্রহণের দিন বিরোধীদের তরফ থেকে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়লেও নির্বাচন কমিশন সব অভিযোগ স্ক্রুটিনি করে জানিয়ে দিয়েছে সবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, সেখানে কোনো বুথেই পুনর্নির্বাচনের সম্ভবনা নেই। ভোটগণনা হবে আগামীকাল।
এর মাঝেই সবং উপনির্বাচনে ভোটদান নিয়ে তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। সকল থেকেই ভোট দানের হার খুব কম চোখে পড়লেও, কমিশনের হিসাবে দিনের শেষে ভোট পড়েছে ৮৫ শতাংশ, উপনির্বাচনের ভোটদানের হিসাবে যা যথেষ্টই বেশি। প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভোটের হার ছিল ৮৮. ১১ শতাংশ, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে ভোটের হার ছিল ৮৯.১৮ শতাংশ। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটদানের হার সন্তোষজনক, কমিশনের প্রচারের জন্যই উপ নির্বাচনে ভোটদানের হার বেশ ভালো।