
আমাদের এক পাঠক বন্ধু পাঠিয়েছেন এটা আমাদের কাছে। তাঁর কথায় –
নতুন বাড়ী, মাঝরাতে হঠাৎ জলের শব্দে ঘুম ভেঙে গেল। বেসিনে কল খোলা, জল পড়ে যাচ্ছে, অথচ কেউ কোথাও নেই। প্রতি রাতেই সেই একই ব্যাপার। জ্যোতিষী এসে বলল বাড়ীতে অতৃপ্ত আত্মা রয়েছে, পাথর শুদ্ধ করে ধারণ করতে হবে। পূজারীও একমত, অতৃপ্ত আত্মা তাই পূজো দিতে হবে। বাস্তুশাস্ত্রবিদ বলে, বাড়ীর তলায় চাকতি আছে, ঠিক করতে খরচ আছে। কয়েকজন বন্ধু বলল মোবাইলের ক্যামেরা অন করে বাথরুমে রেখে দাও, দেখ কি হয়। আপনারাও দেখুন কি হল।
আপনার মতামত জানান -