আজ বিজেপির রাজ্য সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে একের পর এক বোমা ফাটালেন মুকুল রায়। মুকুল রায়ের বক্তব্য পাশের পরে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন
১. এইরকম একটার পর একটা এপিসোড আসবে
২. মুকুলদা ঠিক সময়ে ঠিক এপিসোড চালাবেন
৩. আরো গুরুত্ত্বপূর্ন ও মশলাদার খবর পাবেন
৪. বাংলার রাজনীতি সরগরম হবে
৫. যাদের সম্পর্কে ইতিমধ্যেই কথা উঠেছে তাদের বডি ল্যাংগুয়েজ পাল্টে গেছে
৬. নেতারা বলছে, সত্যি সত্যি আমাদের ঢোকাবে?
৭. যে যা কাজ করেছে তার পরিণাম তাকে ভুগতে হবে
৮. কোর্ট দিয়ে, পুলিশ দিয়ে আমাদের আটকে ভুল করছে
৯. পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি কি বলছে সেইটাই এখন খবর
১০. গত দুমাসে ২২ জন রাজনৈতিক ভাবে খুন হয়েছেন
১১. যে খুন হয়েছে সেও তৃণমূল, যে খুন করেছে সেও তৃণমূল
আপনার মতামত জানান -