
বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মতের উপর শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে নোয়াপাড়ায় বিধানসভা উপনির্বাচন বলে প্রশাসন সূত্রের খবর। কমিশন সূত্রে জানা যাচ্ছে বিকেল ৫ টা পর্যন্ত নোয়াপাড়ায় ভোট পড়েছে ৭৬%। নোয়াপাড়া উপনির্বাচন নিয়ে
ব্যারাকপুরের মহকুমা শাসক পীযূষ গোস্বামী জানিয়েছেন
১. মোটের উপর শান্তিপূর্ণই ছিল নির্বাচনপর্ব
২. সকালে ৮টি ইভিএম মেশিন বিকল ছিল, পরে সেগুলি সারিয়ে দ্রুত ভোটদান পর্ব শুরু হয়
৩. কোথাও কোথাও সামান্য ঘটনা ঘটেছে, তবে বড় কোন গণ্ডগোলের খবর পাওয়া যায়নি
৪. তবে, বিরোধী দলের প্রার্থীরা অভিযোগ করেছেন
৫. অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে
সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় জানিয়েছেন
১. ভোটের নামে প্রহসন চলছে
২. এরকম নির্বাচন করার দরকারটা কি?
৩. আমাদের এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না
৪. ওরা মানুষকে ভোট দিতে যেতে দিচ্ছে না
৫. এরকম ভোটের প্রয়োজন কী?
৬. আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছি আমরা পুনর্নির্বাচন চাইছি
৭. কোন বুথেই সঠিক ভোট হয়নি
কংগ্রেস প্রার্থী গৌতম বসু জানিয়েছেন
১. আজকে আমরা দেখলাম কিভাবে শাসকদল মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল
২. ওরা সঠিক নির্বাচন হলে পরাজিত হতো
৩. আমরা এই প্রহসনের ভোট মানি না
৪. আমরা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিয়ে পুনর্নির্বাচন দাবি করছি
বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন
১. কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি
২. ওরা মানুষের ভোটদানের অধিকারকে কেড়ে নিয়েছে
৩. কোন বুথেই অবাধ নির্বাচন হতে দেয়নি
৪. আমাদের এজেন্টকে মারধর করে তুলে দিয়েছে
৫. আমরা মহকুমা শাসকের কাছে এসে লিখিত রিপোর্ট করেছি
৬. নির্বাচন কমিশনের কাছে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি
প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক মঞ্জু বসু জানিয়েছেন
১. আমি তৃণমূল কংগ্রেসের সংগে ছিলাম এবং এখনও আছি
২. তবে অন্যান্য বারের মতো এবার তেমন ব্যস্ততা নেই
৩. যদিও নির্বাচনের সব খবরাখবরই রাখব
তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল সিং জানিয়েছেন
১. দিনভর বুথে বুথে পরিদর্শন করতে হয়েছে তাই সকাল সকাল ভোট দিয়েছি
২. বিরোধীদের সংগঠন নেই, লোক নেই
৩. ওরা রিগিংয়ের অভিযোগ করবেই
৪. আমি বুথে গিয়ে দেখেছি মানুষ নিজের ভোট নিজে দিয়েছে
৫. ওদের অভিযোগের কোন সত্যতা নেই
৬. বিরোধীদল অভিযোগ করবেই
৭. ওদের পক্ষে কোন লোক নেই, সংগঠন নেই
৮. এসব মিথ্যা অভিযোগ
৯. অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে