আজ সকল আটটা থেকে শুরু হল গুজরাতে প্রথণ দফার ভোটগ্রহণ। মূল লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে। গুজরাট নির্বাচনে কি হয় ফল সেদিকে তাকিয়ে গোটা দেশ – কেননা রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা গুজরাট নির্বাচনের ফলাফল অনেকটাই নিশ্চিত করে দিতে পারে আগামী ২০১৯ এর লোকসভা ভোটের অভিমুখ। সকল থেকেই বুথে বুথে দীর্ঘ লাইন চোখে পড়ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সকলকে এগিয়ে এসে ভোট দেওয়ারও আহ্বান জানালেন।
আজ প্রায় ২ কোটি ভোটার ঠিক করবেন ৯৭৭ জন প্রার্থীর ভাগ্য। মোট ১৯ জেলার ৮৯ টি আসনে আজ ভোটগ্রহণ চলছে, এরমধ্যে ৪৫ জন বর্তমান বিধায়কের ভাগ্য নিয়ন্ত্রণ হবে আজ। জলের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – রাজকোট পশ্চিম থেকে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, ভাবনগর পশ্চিম থেকে গুজরাত বিজেপি প্রধান জিতু ভাগানি, কচ্ছের মান্ডভি থেকে বর্ষীয়ান কংগ্রেস নেতা শংকর সিন গোহিল, পোরবন্দর থেকে অর্জুন মোদভাদিয়া, আমরেলি থেকে পরেশ ধাননানি। বাকি ৯৩ টি আসনের নির্বাচন হবে আগামী ১৪ ডিসেম্বর। ভোটগণনা ও ফলঘোষনা হবে আগামী ১৮ ডিসেম্বর।
শুরু গুজরাটে প্রথম দফার ভোটগ্রহণ, নজরে থাকবেন কারা?
আপনার মতামত জানান -