নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোন জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের গ্রাম পঞ্চায়েত আসনে রাজ্যের শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল একনজরে দেখে নেওয়া যাক।
১. কুচবিহার –
মোট আসন – ১,৯৬৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৪৫৯
২. জলপাইগুড়ি –
মোট আসন – ১,৩৪৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৭৭
৩. আলিপুরদুয়ার –
মোট আসন – ৯৯৯
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৩১
৪. উত্তর দিনাজপুর –
মোট আসন – ১,৬৪৯
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৫৬
৫. দক্ষিণ দিনাজপুর –
মোট আসন – ৯৭৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৩৪
৬. মালদহ –
মোট আসন – ২,২৮১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৪০
৭. মুর্শিদাবাদ –
মোট আসন – ৪,১৭১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ১,৭৬২
৮. নদীয়া –
মোট আসন – ৩,২০৯
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৩৬৯
৯. উত্তর ২৪ পরগনা –
মোট আসন – ৩,৫৬০
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৬৬৭
১০. দক্ষিণ ২৪ পরগনা –
মোট আসন – ৪,৮৮৩
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – কোনো তথ্য জানা যায় নি
১১. হাওড়া –
মোট আসন – ২,৪৩১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৪৯৩
১২. হুগলি –
মোট আসন – ৩,১৯২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ১,০৮৩
১৩. পূর্ব মেদিনীপুর –
মোট আসন – ৩,৩৭৮
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৫৮১
১৪. পশ্চিম মেদিনীপুর
মোট আসন – ৩,০৪০
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৬৭১
১৫. ঝাড়গ্রাম –
মোট আসন – ৮০৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ১০
১৬. পুরুলিয়া –
মোট আসন – ১,৯৪৪
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ১৩
১৭. বাঁকুড়া –
মোট আসন – ২,৫০৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ১,৪৭০
১৮. পশ্চিম বর্ধমান –
মোট আসন – ৮৩৩
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৩৭৩
১৯. পূর্ব বর্ধমান –
মোট আসন – ৩,২৩৪
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ১,৬৮২
২০. বীরভূম –
মোট আসন – ২,২৪৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ১,৬৪৯