প্রত্যাশামতোই সবং উপনির্বাচন মিটতে না মিটতেই উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ গোষনা করে দিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যুতে উলুবেড়িয়া কেন্দ্রটি সাংসদ শূন্য হয়, অন্যদিকে কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের প্রয়াণে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, এই দুই কেন্দ্রের জন্য
আদর্শ নির্বাচনী বিধি চালু – ৩ জানুয়ারী
মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন – ১০ জানুয়ারি
মনোনয়ন পত্র স্ক্রুটিনি – ১১ জানুয়ারী
মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষদিন – ১০ জানুয়ারি
ভোটগ্রহণ – ২৯ জানুয়ারি
গণনা ও ফলপ্রকাশ – ১ ফেব্রুয়ারি
আপনার মতামত জানান -