
পদে নিযুক্ত হয়েই স্বক্রিয় হলেন ত্রিপুরার মুখমন্ত্রী বিপ্লব দেব। উত্তর ত্রিপুরার কয়েকটি জায়গায় সারপ্রাইস ভিসিট যান বিপ্লব দেব। চমকে যান তিনি নিজেই। কাজ হয়নি কিছুই, উন্নয়নের লেশমাত্র নেই। সূত্রের খবর, তখনই বরখাস্ত করেন তিন আধিকারিককে। এর মধ্যে ছিলেন এক ব্লক ডেভলপমেন্ট অফিসার। রাস্তার কাজ হয়নি অথচ বিল পাস্ করে দিয়েছেছেন ওই বিডিও। মুখ্যমন্ত্রীর এই প্রাথমিক পদক্ষেপ প্রাসনকে হুঁশিয়ারির বার্তা দিয়েছে বলে মনে করেছে রাজনৈতিক মহল।
আপনার মতামত জানান -