পাহাড় রাজনীতিতে বিমল গুরুঙ্গকে কোনঠাসা করে সেখানে ঘাসফুল ফোটাতে আরো এক ধাপ অগ্রসর হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। গত পুরোভোটেই মিরিখ পুরসভার দখল নিয়েছিল ঘাসফুল বাহিনী। আর এবার বিনয় তামাং ও অনীত থাপা জুটির হাত ধরে কার্শিয়াংয়ের পর কালিম্পং পুরসভাও বকলমে চলে এল শাসকদলের দখলে। আগেই দলীয় রাজনীতির চাপে বিমল গুরুঙ্গ ঘনিষ্ঠ চেয়ারম্যান শুভ প্রধানকে ইস্তফা দিতে হয়, তখনই স্পষ্ট হয়ে যায় দেওয়াল লিখনটা। আর এবার নতুন চেয়ারম্যান হিসাবে অনীত থাপা ঘনিষ্ঠ রবি প্রধান দায়িত্ত্ব পাওয়ার পরেই শাসকদলের মুখে হাসি ফোটে। কেননা কালিম্পং পুরসভা বিনয়-অনীতের দখলে আসায় পাহাড়ের রাজনীতিতে বিমল গুরুঙ্গ ও তাঁর শিবির আরও অপ্রাসঙ্গিক হয়ে পড়ল বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা। কালিম্পঙ পুরসভায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ভীম আগরওয়াল।
আপনার মতামত জানান -