
এ দিন বহরমপুরের গ্র্যান্ট হলে তৃণমূলের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদের জেলা তৃণমূলের সভাপতি সুব্রত সাহা সেখানে উপস্থিত ছিলাম। এবার তার সামনেই দলের ব্লক সভাপতির বিরুদ্ধে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি শাহনাজ বেগম তোপ দেগে বলেন,‘‘জেলার বেশ কিছু ব্লক সভাপতি আছেন যাঁরা মহিলা সংগঠনকে গুরুত্ব দেন না। এমনকী মহিলা সংগঠনের বিরোধিতা করেন। এর পরেও এমনটা চলতে থাকলে জেলা সভাপতির পাশাপাশি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীকেও জানাব।’’
দলের হেভিওয়েট নেতার সামনে দলেরই ব্লক সভাপতির নাম এমন অভিযোগে অবসতি শুরু হয় সভা জুড়ে ,পরিস্থিতি সামলে নিয়ে সুব্রতবাবু বলেন , “এটা শাহনাজের অভিযোগ নয়, অভিমান।”তারপরেই শাহনাজদেবীকে আশ্বস্ত করে বলেন ,” মহিলা সংগঠনের পাশাপাশি সব শাখা সংগঠনকে নিয়ে আমি শীঘ্র আলোচনায় বসব।’’
আপনার মতামত জানান -