
প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ২৮শে জুলাই। এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —
১. ১৯২১ সালে এই দিনে ভারতের কংগ্রেস দল ওয়েলসের রাজপুত্রের ভারত ভ্রমণ বয়কট করেছিল।
২. ১৯৭২ সালে আজকের দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সাক্ষরিত হয়েছিল।
৩. ১৯৭৯ সালে আজকের দিনে চরণ সিং ভারতের প্রথম প্রধান মন্ত্রী হন।
৪. ১৭৯৪ সালে আজকের দিনে ফ্রান্সের রোবসপীয়রকে গিলোটিনের সাহায্যে হত্যা করা হয়।
৫. ১৯১৪ সালে আজকের দিনে প্রথম বিশ্ব যুদ্ধের সূচনা হয়।
দেশে যে কোনো দিন ব্যান হয়ে যেতে পারে হোয়াটস্যাপ। তাই এখন থেকে আমরা শুধুমাত্র টেলিগ্রাম ও সিগন্যাল অ্যাপে। প্রিয় বন্ধু মিডিয়ার নিউজ নিয়মিতভাবে পেতে যোগ দিন – টেলিগ্রাম গ্রূপ – টাচ করুন এখানে। সিগন্যাল গ্রূপ – টাচ করুন এখানে।
৬. ১৯৭৭ সালে আজকের দিনে ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার ইয়ান বথামের টেস্ট অভিষেক হয়।
৭. ১৮৪৪ সালে আজকের দিনে বিখ্যাত ইংরেজ কবি জেরাল্ড ম্যনলি হপকিনস-এর জন্ম
৮. ১৯৫১ সালে এই দিনে ওয়াল্ট ডিসনির ” অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড” মুক্তি পায়।
৯. ১৯৪৩ সালের এই দিনে ইতালির ফ্যাসি রাষ্ট্রনেতা বেনিত্তো মুসোলিনি পদত্যাগ করেন।
১০. ১৫৮৬ সালে আজকের দিনে টমাস হ্যারিওট সমগ্র ইউরোপের সাথে “আলু” নামক খাদ্যদ্রব্যটির পরিচয় করিয়ে দেন।