এদিন ইডি তৃণমূল সাংসদ কেডি সিংহকে তলব করেছে এমনি জানিয়েছে একটি ওয়েব পোর্টাল। ওই পোর্টালের খবর অনুযায়ী,বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ওই তদন্তকারী সংস্থা কেডি সিংহকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে। তবে রহস্য বেড়েছে ইডির এই ডাক নিয়ে। কেননা ঠিক কোন মামলায় তাঁকে তলব করা হয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি বা ইডির তরফেও কিছু জানানো হয়নি। তবে এর আগেও ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্ট নিয়ে ইডি ও নারদ কাণ্ড নিয়ে সিআইডি তদন্তের জন্য এই তৃণমূল সংসদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাই এবার কোন ব্যাপারে তদন্ত করতে চায় তা নিয়েই রহস্য ঘনিয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশও কেডি সিংহের সংস্থা অ্যালকেমিস্ট নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করেছিল। স্বভাবতই সব মিলিয়ে বেড়েছে রহস্য।
যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।