রাজ্য-রাজীনীতিতে এখন হট-টপিক মুকুল রায়। আর চান বা না চান অবশ্যয়ভাবে সেই হট-টপিকে ঢুকে গেছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়, যাঁর আরেকটা পরিচয় তিনি শাসকদলের বীজপুরের বিধায়ক। এক বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন
১. আমার ভয় হচ্ছে
২. আমার অবস্থা বিকাশকাকুর মতো না হয়
৩. মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সবটা জানিয়েছি
৪. বীজপুরে গত ৫-৬ বছরে যা হয়নি, এখন তাই হচ্ছে
৫. রাতে গন্ডগোল হচ্ছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে
৬. বাইরে থেকে লোক এসে এলাকা দখলের লড়াই করছে
৭. প্রতিদিনই এলাকায় মদ, জুয়ার আসর বসাচ্ছে বাইরের লোকেরা
৮. বিধায়ক হলেও আমি দায়িত্বে নেই
৯. বাইরের লোকেদের দায়িত্ব দেওয়া হয়েছে
১০. প্রশাসনও পারছে না, এখানে উত্তেজনা বাড়ছে
১১. আমি তৃণমূলে ছিলাম, আছি ও থাকব
১২. যে যা বলুক ২০১৯ সালে নিজেকে প্রমাণ করব
আপনার মতামত জানান -