গত ২০১৪ লোকসভা নির্বাচনে সারা দেশ যখন মোদী-ফায়েড, বাংলা কিন্তু তখন দিদি-ফায়েড। সারা দেশ মোদীর উপর আস্থা রাখলেও, পশ্চিমবঙ্গ কিন্তু তাদের প্রিয় দিদির প্রতিই ভালোবাসা উপচে দিয়েছিল। রাজ্যে আগে কোনোদিন যা হয়নি, তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছিল সেটাই, রাজ্যের ৪২ তা আসনের মধ্যে ছিনিয়ে নিয়েছিল ৩৪ টা আসন। কিন্তু তার মাঝেও সবাইকে অবাক করে দিয়ে আসানসোলে হেরে গিয়েছিল তৃণমূল, সেখানে পদ্ম ফুটিয়েছিলেন বাবুল সুপ্রিয়। পরে কেন্দ্রে মন্ত্রীও হন তিনি।
আর তাই ২০১৯ এ যেকোনো মূল্যে আসানসোল ফিরে পেতে মরিয়া শাসকদল। সেই উপলক্ষেই আসানসোলকে উন্নয়নে ভরিয়ে তুলছে ক্রমশ। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস দুদিনের আসানসোল সফরে গিয়ে একের পর এক প্রকল্পের উদ্বোধন করলেন। যার মধ্যে উল্লেখযোগ্য কুলটির জলপ্রকল্প, বাসস্ট্যান্ড সংলগ্ন শৌচাগার ও অতিথিশালা এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। পরে এই প্রসঙ্গে বলতে গিয়ে অরূপ জানান, কুলটির জলপ্রকল্পটি আমাদের বহুদিনের স্বপ্ন। অবশেষে সেটি রূপায়িত হতে চলেছে। ২০১৯ সালের আগেই আসানসোল-কুলটির প্রত্যেক ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে। আমরা উন্নয়নের সঙ্গে আছি। আর কেউ কেউ গান গেয়ে জনতার ভোট লুঠ করছেন। আগামী লোকসভায় আর গান গেয়ে ভোট মিলবে না। কারণ আমরা এত উন্নয়ন করেছি যে, উন্নয়নের বিরুদ্ধেই লড়াই করতে হবে।
গান গেয়ে জনতার ভোট লুঠ করছেন, বাবুল সুপ্রিয়কে তীব্র আক্রমন রাজ্যের মন্ত্রীর
আপনার মতামত জানান -