রণক্ষেত্র উলুবেড়িয়া। আসন্ন উপনির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীর প্রচারে মুকুল রায় উলুবেড়িয়া লোকসভার গঙ্গারামপুরে মিছিল করার কথা ছিল। সেই মিছিলে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বিবাদকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়। এরপরেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুদলের কর্মীরা বলে স্থানীয় সূত্রের খবর। সংঘর্ষের ব্যাপকতায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ও বাইকে অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে। উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়েও পরিস্থিতি স্বাভাবিক করতে না পারায় শেষপর্যন্ত ব়্যাফ নামাতে হয় বলে স্থানীয় সূত্রের খবর।
আপনার মতামত জানান -