
মাজদিয়ায় গণনার দিন ও ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠলো। পুলিশের সামনেই তৃণমূলের জেলা স্তরের নেতারা ছাপ্পা দিচ্ছেন বলে অভিযোগ সিপিআইএম প্রার্থীর।সিপিআইএম প্রার্থীর অভিযোগ যে জানান কেন্দ্রে সব ঠিক ছিল তিনি অনেক তাই এগিয়ে ছিলেন হটাৎ তৃণমূলের নেতারা এসে প্রথমে মারধর করেন তাঁকে তার পর ব্যালট পেপার কেড়ে নিয়ে সেখানে ছাপ্পা দিতে থাকেন।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
সাথে নাকি লোকসভা ভোট দেখে যাবার হুমকিও দিয়েছেন ওই নেতা। পুলিশের সামনে ওই ঘটনা ঘটলেও তিনি কিছু করেননি নীরব দর্শকের ভূমিকা নেওয়া ছাড়া। এরপর এই নিয়ে অভিযোগ জানানো হয় রাজ্য নির্বাচন কমিশনে। আপাতত ওই কেন্দ্রের গণনা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন কমিশন। এই নিয়ে এখনো তৃণমূলের কোনো প্রতিক্রিয়া যায়নি।
আপনার মতামত জানান -