
আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রায় ২৫ জন জঙ্গির মধ্যে মঙ্গলবার কলকাতা স্টেশন থেকে ধরা পড়লো ২ জঙ্গি শামসাদ মিঞা ওরফে তনভি এবং রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজ। লালবাজার সূত্রের খবর, গত ৬ অগস্ট উত্তরপ্রদেশের দেওবন্দ থেকে আবদুল্লা নামে এক এবিটি জঙ্গি ধরা পড়ে। কলকাতা পুলিশের থেকে তথ্য পেয়ে জালনোট পাচারের অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ ১০ অগস্ট মুজফ্ফরনগর থেকে রাজাউল নামে আরেক জঙ্গিকে গ্রেফতার করে। তাদেরকে গোয়েন্দারা জেরা করে জানতে পেয়েছিলেন যে বাংলাদেশে গ্রেফতারের ভয়ে ভারতে তখন ২৫ জন এবিটি জঙ্গি লুকিয়ে রয়েছে।
পুলিশের জেরায় ধৃত জঙ্গিরা জানায়, বাংলাদেশ থেকে এবিটির নেতাদের নির্দেশে সংগঠন তৈরির জন্য শামসাদ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, টিটাগড়, কামারহাটির মতো জায়গায় ঘাঁটি তৈরি করে কাজ কারবার চালানোর পরিকল্পনা করেছিল।
আপনার মতামত জানান -