প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -বর্তমানে বাংলাকে পাখির চোখ করে নানা সাংগঠনিক কাজকর্ম শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। ভিন রাজ্যের পাঁচ বিজেপি নেতাকে বাংলার জয় আনতে এরাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি বাংলা বিদ্বেষী দল হিসেবে পরিচিত।