প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট - চলতি মাসের শুরুর দিকে দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ সফরে এসে বাঁকুড়া জেলা সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়া জেলায় পুয়াবাগান সংলগ্ন পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়কের সামনে থাকা বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে সম্মান জানিয়ে ছিলেন। এরপরেই এই ঘটনা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়।