
কিছুদিন আগেই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কার্যত চ্যালেঞ্জ করে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রমজান মাস মিটে গেলেই পাঁচ-পাঁচজন কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন, অধীরবাবু পাড়লে আটকে দেখান! আর গতকাল ফারাক্কার প্রচারসভা থেকে সুর আরো চড়ালেন শুভেন্দুবাবু। তিনি বলেন, এই জেলায় কংগ্রেসের কেউ থাকবে না – তার ব্যবস্থা আমি পাকা করে দিয়েছি, অনেকেই দলে আসার জন্য ঘুরঘুর করছেন।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
শুভেন্দুবাবু স্থানীয় কংগ্রেস বিধায়ক মইনুল হককেও তীব্র আক্রমন করেন। তিনি বলেন, মইনুল হকরা বলেন – খাদ্যসাথী, বাংলা আবাস যোজনার নামে কেন্দ্রের টাকায় রাজ্য নাম কিনছে। ওঁকে আমি জানিয়ে দিতে চাই, খাদ্যসাথী প্রকল্পে রাজ্য প্রতি মাসে ৭ হাজার কোটি টাকা দেয়। আর ইন্দিরা আবাস যোজনায় কেন্দ্র দিত ২৫%, সেখানে রাজ্য দিত ৭৫%। মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেন্দ্রের টাকা আর নাম কোনওটাই আমরা চাই না। ইন্দিরা আবাস যোজনা এখন বাংলা আবাস যোজনা। জন্ম থেকে মৃত্যু সর্বত্র তৃণমূল বিরাজমান, তাই আপনারা উন্নয়নের লক্ষ্যে লাইন দিয়ে উৎসবের মেজাজে ভোট দেবেন, বিজয় সমাবেশে আমি আসব। কান্দি মাস্টার প্ল্যানে অধীরবাবুর পাইপ লাইন আমি কেটেছি – বিজয় সমাবেশে এসে এখানকার মাতব্বরের অম্বুজা আর এনটিপিসির লাইন কাটব। পঞ্চায়েত নির্বাচনে আমরা শুধু মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে আর উন্নয়নের খতিয়ান তুলে ধরে ১০০% আসন তাঁকে উপহার দেব।
আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali
আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/