পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট উপাধি পেলেন। একদিকে তাঁর এই সাম্মানিক ডিলিট প্রাপ্তিতে যেমন উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামীর মত সাহিত্যিকরা, অন্যদিকে তেমনই সমালোচনার ঝড় তুলে দিয়েছেন বিরোধীরা। আর এঁদের পুরোধা হলেন, সিপিআইএমের বিধানসভার পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি মুখ্যমন্ত্রীর এই ডিলিট প্রাপ্তিকে তীব্র আক্রমন ও কটাক্ষ করে বলেন, তুমি আমায় ভাইস চ্যান্সেলর করো আমি তোমায় ডিলিট দেবো! মুখ্যমন্ত্রী যদি কবিতা লেখার জন্য ডিলিট পান তাহলে হরিদাস পাল অনেকে ভালো কবিতা লেখেন তাই হরিবাবু কম করে ১০ বার ডিলিট উপাধী পাওয়ার যোগ্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কলকাতা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধী দেননি, ডিলিট দিয়েছেন ওনার চাটুকাররা। যাঁরা এই ডিগ্রির দেওয়ার চুক্তিতে ভাইস চ্যান্সেলর হয়েছেন। তিনি এই প্রসঙ্গে মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রীর ‘ভুয়ো পিএইচডি ডিগ্রির’ কথাও। এখানেই না থেমে সুজনবাবু আরো বলেন, মুখ্যমন্ত্রী থাকা কালীন এই ভূ-ভারতে কেউ এই ডিলিট উপাধী পাননি, এই উপাধী একেবারে হাস্যকর। সুজনবাবুর মুখ্যমন্ত্রীকে ডিলিট নিয়ে এইভাবে আক্রমন রাজ্য-রাজনীতিতে যে নতুন করে বিতর্কের ঝড় তুলবে সেকথা আর বলার অপেক্ষা রাখে না বলেই সংশ্লিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।
তুমি আমায় ভাইস চ্যান্সেলর করো আমি তোমায় ডিলিট দেবো: সুজন চক্রবর্তী
আপনার মতামত জানান -