
আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।
প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে দলের জনসংযোগ বৃদ্ধি করতে বিশেষ পরিকল্পনা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত মেদিনীপুর শহরে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর শহরের কলেজ ময়দানে আগামী ৭ ই ডিসেম্বর রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা। গত শুক্রবার রাতে এই সভা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
গত শুক্রবার রাতে মুখ্যমন্ত্রীর এই সভার ঘোষণার পর থেকেই সভার প্রস্তুতি নিতে শুরু করলেন জেলা তৃণমূল নেতারা। গতকাল রবিবার ব্লক তৃণমূল সভাপতি, বিধায়ক, পশ্চিম মেদিনীপুর জেলার বেশকিছু তৃণমূল নেতাকে নিয়ে খড়গপুর শহরের একটি হোটেলে বৈঠক চললো তৃণমূলের। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদ সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, বিধায়ক প্রদীপ সরকার, শ্রীকান্ত মাহাত,শিউলি সাহা প্রমুখরা। তবে, গতকালের এই বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত একাধিক তৃণমূল নেতা।
দেশে যে কোনো দিন ব্যান হয়ে যেতে পারে হোয়াটস্যাপ। তাই এখন থেকে আমরা শুধুমাত্র টেলিগ্রাম ও সিগন্যাল অ্যাপে। প্রিয় বন্ধু মিডিয়ার নিউজ নিয়মিতভাবে পেতে যোগ দিন –
টেলিগ্রাম গ্রূপ – টাচ করুন এখানে।
সিগন্যাল গ্রূপ – টাচ করুন এখানে।
প্রসঙ্গত, ‘ বাংলাকে গুজরাট হতে দিও না, বাংলাকে ভালোবাসি’ নামের এই কর্মসূচিতে যোগ দিতেই মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি জানালেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন মেদিনীপুর শহরে। যাকে কেন্দ্র করে ব্লক, জেলা স্তরের নেতা, সাংসদ ও বিধায়ককে নিয়ে খড়্গপুরে করা হলো প্রস্তুতি বৈঠক। এই সভায় যাদের আমন্ত্রণ করা হয়েছে, তাদের আগেই এর খবর দেওয়া হয়েছিল। পুলিশকেও দলের কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে। তিনি জানালেন যে, মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট ময়দানে সভার আয়োজন করা হবে। এই সভার জন্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে।
প্রসঙ্গত আগামী ২৭ সে ডিসেম্বর দুপুর ১২:৩০ থেকে মুখ্যমন্ত্রীর এই সভা শুরু হতে চলেছে। সভার দিন প্রতিটি বুথ থেকে একটি করে বাসে বা গাড়িতে করে দলীয় কর্মীদের সভাস্থলে আনা হবে। গতকাল রবিবার থেকে মুখ্যমন্ত্রীর জনসভার প্রচার শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। তিনি দল ছেড়ে দিতে পারেন, এমন একটা জল্পনা চলছে। তিনি যদি দল ছেড়ে দেন, তবে তাঁর অনুগামীরাও দল ছাড়তে পারেন। এমন একটা আশঙ্কা আছে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর গড় মেদিনীপুর শহরে জনসভায় আসছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু গড়ে ঘাসফুলের ঝড়কে তীব্র করতে।