গতকাল সন্ধ্যে থেকেই কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হতে থাকে যে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা রাজ্যের শাসকদলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী দলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নিকট আত্মীয়কে বেশি গুরুত্ত্ব দেওয়ায় এবং দল তাঁর ক্ষমতা অনুযায়ী তাঁকে ঠিকভাবে ব্যবহার না করায় নাকি ভীষণ ক্ষুব্ধ। আর এনিয়ে তিনি নাকি তাঁর ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে একাধিক রুদ্ধদ্বার বৈঠক করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিজেপি আগামী ২০২১ সালে তাঁকে একেবারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে যেতে চায়, ফলে তিনি সদলবলে আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করতে পারেন।
কিন্তু এসব যে নেহাতই রটনা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী নিজে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করণে প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী নিজে বলেছেন –
১. আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূলেই থাকব
২. যাঁদের রটনা করা স্বভাব, যাঁরা কাদা ঘাঁটতে ভালোবাসে, তাঁরা কাদা ঘাঁটুক
৩. বিজেপি বুঝতে পেরে গিয়েছে, ওঁদের যে ক্ষমতা, তা দিয়ে কিস্যু হবে না
৪. তাই এইসব আজগুবি ঘটনা বাজারে ছাড়ছে
৫. সবংয়ে গোহারা হয়েছে
৬. আসন্ন উপনির্বাচনগুলিতেও কী পরিণতি হবে, তা বুঝতে পেরে গিয়েছে
৭. পঞ্চায়েতেও হালে পানি পাবে না বিজেপি
যদিও এই দুটি খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই দুই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই দুটি পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।