মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস জেলা কার্যনির্বাহী সভাপতি সৌমিক হোসেন সহ জেলা নেতৃত্বকে পাশে বসিয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী গতকাল বড়ঞায় রাজ্য সরকারের উন্নয়ন ও বিরোধীদের অস্তিত্ত্বহীনতার কথা তুলে ধরেন। তিনি বলেন –
১. মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস সাইনবোর্ড হয়ে গিয়েছে
২. সিপিএম, আরএসপির অস্তিত্বই খুঁজে পাওয়া মুশকিল
৩. অন্যদিকে বিজেপি বিভাজন নীতি প্রয়োগ করা শুরু করেছে
৪. আগামী পঞ্চায়েত ভোটে ওইসকল দলের ফাঁদে পা দেবেন না
৫. এবার রাজ্য সরকার আপনাদের জন্য নতুন একটি প্রকল্প চালু করতে চলছে
৬. ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে ওই ঘর তৈরি করে দেওয়া হবে, পুরো টাকাটাই রাজ্য সরকার দেবে
৭. গোটা রাজ্যে প্রায় ৫ লক্ষ ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তারমধ্যে মুর্শিদাবাদে দেওয়া হবে প্রায় ৬৮ হাজার ঘর
৮. একসময় এই জেলা ১০০ দিনের কাজে পিছিয়ে ছিল, কিন্তু তৃণমূল জেলায় ক্ষমতা দখল করার পর ওই কাজে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে
৯. দীর্ঘদিন ধরে অধীরবাবু সাংসদ হয়েও কোনও কাজ করে দেখাতে পারেননি
১০. উপরন্তু কান্দি মাস্টারপ্ল্যান তিনিই করে দেখিয়েছেন বলে প্রচার করছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছেন
১১. কিন্তু মনে রাখবেন, রাজ্য সরকার ওই প্রকল্পে অর্ধেক টাকা দিচ্ছে, রাজ্যের ইঞ্জিনিয়াররা কাজ করছেন, এখানে অধীরবাবুদের কোনও ভূমিকাই নেই
১২. এই জেলায় বিরোধীদের কোনও অস্তিত্বই খুঁজে পাওয়া মুশকিল, তবুও আগামী পঞ্চায়েত ভোটে ওইসকল দলের ফাঁদে পা দেবেন না
১৩. তাছাড়া মুর্শিদাবাদে আমরা ফের ক্ষমতায় আসতে চলেছি এটা স্পষ্ট, কাজেই আপনারা বাড়ি ফিরে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরুন
১৪. এলাকার সবকটি আসনে জয়ী হতে হবে
১৫. কিছু মানুষ ফেসবুকে তৃণমূলের নামে অপপ্রচার চালাচ্ছেন, দলের নামে কুৎসা করা হচ্ছে
১৬. আমাদের দলের কেউ অন্য দলের মিটিংয়ে যাচ্ছে কিনা সেটা দেখুন, তাঁদের চিহ্নিত করে তালিকা তৈরি করে আমাদের দিন