গতকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। তিনি জানান, যাঁরা সাগরমেলায় যাবেন তাঁদের প্রত্যেকের জন্য মাথাপিছু ৫ লক্ষ টাকা বিমার ব্যবস্থা করা হবে। এমনকি এই বিমার সুবিধা পাবেন সংবাদমাধ্যামের প্রতিনিধিরাও বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, গতবছর সাগরমেলায় পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয়, সেই কারণেই এবার বিমার সুবিধা দেওয়ার কথা ঘোষণা রাজ্য সরকারের বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। এছাড়াও সাগরমেলায় তদারকির দায়িত্বে থাকবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, মন্টুরাম পাখিরা, শেভন চট্টোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ মণীশ গুপ্তা বলে জানা যাচ্ছে।
আপনার মতামত জানান -