
আজ রানী রাসমণি রোডে বিজেপির জনসভা থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায় একগুচ্ছ অভিযোগ আনেন বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম ছিল, বিশ্ব বাংলা বিষয়টি সরকারের বলে প্রচারিত হলেও এর ব্যবহারের অধিকার নথিপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বিশ্বকাপ ফুটবল হল, এখানেও বিশ্ববাংলার লোগো ব্যবহার হয়েছে। এটা ব্যক্তি মালিকানায় চলে যাচ্ছে। তাঁর বক্তব্যের সমর্থনে তিনি নথিও পেশ করেন। স্বভাবতই তাঁর এই অভিযোগের পর তা যথেষ্ট শোরগোল ফেলে রাজনৈতিক মহলে।
কিন্তু এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বিবৃতি এখনো আমরা পাই নি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য নবান্ন থেকে এক বিবৃতি দেন, যেখানে তিনি স্পষ্টভাষায় জানিয়ে দেন, বিশ্ব বাংলা মুখ্যমন্ত্রীর সৃষ্টি, তিনি এটি সরকারকে ব্যবহার করতে দিয়েছেন। এটা কোনও ব্যক্তির নয়, এটা সরকারের। কিন্তু মুকুলবাবু যেমন তাঁর বক্তব্যের সমর্থনে নথি সাংবাদিকদের হাতে পৌঁছে দিয়েছেন, অত্রি বাবু কিন্তু বিবৃতি দিলেও কোনো নথি এদিন সাংবাদিকদের হাতে তুলে দেননি।