
মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে এবার প্রকাশ্যে বিবৃতি দিলেন তাঁর স্ত্রী রত্না দেবীর বাবা তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
এদিন মেয়র কন্যার স্কুল এস্কারশনে বিদেশযাত্রা জন্যে ভিসার আবেদনপত্রে অভিভাবক হিসেবে মেয়রের সই দেওয়ায় ক্ষেত্রে টালবাহানা প্রসঙ্গে তিনি বললেন, ” যে জীবন লিড করছেন মেয়র, তা জীবন নয়, মরণ। শুভ বুদ্ধির উদয় হোক। সঠিক পথে ফিরে আসুন। এই বাবার চিত্র যখন ভারতবাসী তথা বিশ্বের কাছে যাবে, তখন তারা কী বলবেন। এর থেকে বাবা না থাকাটাই অনেক ভাল । ” উল্লেখ্য মেয়র কন্যা রুহির জার্মানি যাওয়ার জন্যে আবেদন করা ভিসায় জার্মান কনস্যুলেটের তরফ থেকে বাবা-মা দুজনের সই চাওয়া হয়েছে। কিন্তু মেয়র নানান অছিলায় সেই সম্মতি সূচক সই করা এড়িয়ে যাচ্ছেন।
আপনার মতামত জানান -