আপাতত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র। তবে এইমুহূর্তে তাঁর কলকাতায় ফেরা হচ্ছে না। আপাতত এইমস থেকে ছাড়া পেলেও তাঁকে দিল্লিতেই থাকতে হচ্ছে। গত ১৮ মার্চ কংগ্রেসের প্লেনারি চলাকালীন শ্বাসকষ্টজনিত অসুস্থতার জন্য তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হয়। তারপর প্রায় ২৪ দিন ধরে তিনি সেখানেই ছিলেন। আপাতত তাঁর চিকিৎসাকারী ডাক্তাররা তাঁকে বিপন্মুক্ত ঘোষণা করলেও ৭ দিন পরে আবার পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তারপরেই তিনি কলকাতায় ফিরতে পারবেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
আপনার মতামত জানান -