রাজ্যের শাসকদলের নেতা-কর্মীদের আচরণ কি ‘আদর্শ’ নয়? এমন প্রশ্নই উঠে গেল রাজ্য-রাজনীতিতে। আর তাঁর সৌজন্যে কাঁথির সংসদ সদস্য তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির অধিকারী। পুত্র তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মুগবেড়িয়ায় এক দলীয় সভায় অংশগ্রহণ করে শিশিরবাবু বলেন, একটা সময় খেজুরি, মুগবেড়িয়া এলাকায় সিপিএমের লাল সন্ত্রাসের কথা সকলেরই জানা। তাই দলীয় নেতা-কর্মী জনপ্রতিনিধিদের কাছে আমাদের আবেদন, দলটাকে বিক্রি করবেন না। মানুষের যা দরকার, সেই প্রাপ্য তুলে দিন, শুধু নিজের জন্য ভেবে দলের ক্ষতি করবেন না। তাহলে দল আপনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। আর শিশিরবাবুর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেছে, তাহলে কি সত্যিই শাসকদলও মনে করছে যে তাঁদের দলের নেতা-কর্মীরা নিজেদের স্বার্থ দেখতে গিয়ে জনসাধারণের উন্নয়ন ঠিকভাবে করছেন না?
দলীয় নেতাদের কাছে আবেদন, দলটাকে বিক্রি করবেন না: শিশির অধিকারী
আপনার মতামত জানান -