
ভারতী ঘোষের বাড়ি থেকে সিআইডি পেনড্রাইভে খুঁজছে যাতে দিদির টাকা নেওয়ার সব তথ্য আছে বর্ধমানের মেমরিতে এমনি দাবি করলেন রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু।এদিন মেমরিতে একটি সভায় ভাষণ দিতে গিয়ে তৃণমূল,মুখ্যমন্ত্রী সমেত সিআইডি-কে একহাত নিলেন তিনি।এদিন ভারতী ঘোষকে নিয়ে বলেন “ভারতী ঘোষকে গ্রেপ্তার করতে CID লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনায় ১৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হলেও CID তা জানে না। ভাঙড়ে বোমা পাওয়া যাচ্ছে CID জানে না। বর্ধমানে জামাতের কাজ চলছে CID জানে না। কারণ CID-র এখন একটাই কাজ ভারতী ঘোষকে খুঁজে বের করা। কারণ ভারতী ঘোষের কাছে একটি পেন ড্রাইভ আছে যেখানে দিদি কার কাছ থেকে টাকা নিচ্ছেন তা রাখা আছে।” পাশাপাশি অন্য পুলিশ অফিসারদের হুঁশিয়ারি দিয়ে বলেন “ আমরা জানি কোন পুলিশ অফিসারের কী সম্পত্তি রয়েছে। বেশি বাড়াবাড়ি করলে ইনকাম ট্যাক্সকে দিয়ে রেড করিয়ে দেব।” এদিন কর্মীদের মনোবল বাড়িয়ে তিনি বলেন,“তৃণমূল কংগ্রেস যদি মনে করে শুধু সন্ত্রাস দিয়ে BJP-কে আটকাবে তাহলে কিন্তু কয়েকদিন পর থেকে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। আমি BJP কর্মীদের বলব, যদি মার খান তাহলে আমাকে ফোন করবেন না। যদি আপনার বাড়িতে হামলা চালায় তাহলে আমাকে ফোন করবেন না। যে তৃণমূলের লোকটি আপনাকে মারছে তার যদি একটা হাত আপনি ভেঙে দিতে পারেন তাহলে আমাকে ফোন করে বলবেন, আপনি হাত ভাঙতে বলেছিলেন ভেঙে দিয়েছি। কী পুরস্কারে পুরস্কৃত করবেন?”