বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত হুমকি দিয়ে ১ কোটি টাকা চেয়েছেন বলে কলকাতা প্রেস ক্লাবের কাছে অভিযোগ জানান মধুসূদন চক্রবর্তী। হুমকির অডিও রেকর্ডিংও তাঁর কাছে আছে বলে জানান তিনি। ওইদিন সব্যসাচী বাবু এই অভিযোগ অস্বীকার করে বলেন তিনি ওই ব্যবসায়ীকে চেনেন না বা কোনদিন দেখেনওনি। রাজ্য বিজেপি এই বিষয় মুখ খুলেছে। আর কতজন কে দল থেকে তাড়াবেন এমনই প্রশ্ন ছুঁড়েছে রাজ্য বিজেপি শাসকদলের উদ্দেশ্যে। এমন অনেক তোলাবাজি ও দুর্নীতি প্রতিনিয়তই রাজ্য জুড়ে ঘটছে। এছাড়াও নারদা কাণ্ডের পর রাজ্য বিজেপি যখন সাংবাদিক বৈঠক করেছিল। এর পরিপ্রেক্ষিতে তৃনমূলের প্রশ্ন ছিল বিজেপির কাছে নারদার ফুটেজ কিভাবে জেতে পারে। প্রাক্তন আইপিএসকে দুর্নীতিতে ব্যবহার করা হয়েছে। একটি সাংবাদিক সম্মেলনে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে এমনটাই বক্তব্য রাখলেন বিজেপি সম্পাদিকা দেবশ্রী চৌধুরী। এদিকে রাজ্য শাসকদল দুষছে বিজেপিকে। পুর ঘটনাটাই বিজেপির সাজানো এমনটাই দাবী করেছেন রাজ্যের পুরো ও নগরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এমনটাই সূত্রের খবর।
বিধাননগরের মেয়র কাণ্ডে তৃণমূল -বিজেপি চাপানউতোর
আপনার মতামত জানান -