উড়িষ্যায় সম্প্রতি মোদী সরকারের প্রতি আস্থা রেখে রাজ্যের শাসকদল বিজু জনতা দল ছাড়লেন বেশ কিছু পরিচিত মুখের নেতারা। এর মধ্যে আছেন বিজু জনতা দলের বিধায়ক রমারঞ্জন বালির সিং, ওড়িয়া সিনেমার অভিনেতা তথা বিজেডির নেতা মিহির দাস ও অনু চৌধুরি। এদিন দলত্যাগীদের সাদরে আমন্ত্রন জানান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং তাঁদের হাতে দলীয় পতাকাও তুলে দেন তিনি। অভিনেতা মিহির দাস একদা বিজেডির হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহন করতেন, পরে ২০১৪ সালে তিনি বিজেডিতে যোগদান করেন। কিন্তু সম্প্রতি দল তাঁকে সরিয়ে অন্য নতুন মুখ সেই যায়গায় নিয়ে আসে।
বর্তমানে অভিনেতা প্রশান্ত নন্দ মিহির দাসের জায়গা নিয়েছেন, আর সেই কারনেই তিনি দলত্যাগ করেন বলে জানা যাচ্ছে। বিজেপিতে যোগদান করে মিহির দাস জানান, আমি এবার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারব, মনুষের জন্য কাজ করব। অন্যদিকে বিজেপিতে যোগদান নিয়ে অনু চৌধুরির বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতাদর্শে আমি অনুপ্রাণিত, জনসাধারনের সুযোগ-সুবিধার জন্য কাজ করব। ওড়িশার শাসকদল বিজেডিতে এইভাবে ভাঙন ধরিয়ে, একঝাঁক পরিচিত মুখের নেতা বিজেপিতে যোগদান করায় আপ্লুত বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপি ভাইস প্রেসিডেন্ট সমীর মোহন্তি এ প্রসঙ্গে বলেন, আরও প্রচুর মানুষ বিজেপিতে যোগদান করতে ইচ্ছুক, নেত্রীরাও আসছেন, আরও আসবেন।