দিল্লীতে প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায় রাজ্যের ঐতিহ্য বহনকারী ট্যাবলো জায়গা পায়নি বলে শুক্রবারই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ বলেও অভিহিত করেন তিনি। শনিবার এরই তীব্র প্রতিবাদ করলেন বিজেপির রাজ্যসভার সদস্য রূপা গঙ্গোপাধ্যায়। এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, নিজেদের ট্যাবলো যাতে ওই অনুষ্ঠানে জায়গা পায় তার জন্য বিভিন্ন রাজ্যকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে হয়, সেই অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনে কোন কোন রাজ্যের ট্যাবলো স্থান পাবে তা স্থির হয়।
তিনি আরো দাবি করেন, কোন রাজ্য স্থান পেয়েছে অথবা বাদ গিয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত দিল্লী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, ফলে রাজ্যের তরফে যা দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ সঠিক নয়। অন্যদিকে, বীরভূমের নির্যাতিতার মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে তিনি মুখ্যমন্ত্রীকে কার্যত কটাক্ষেের সুরে বলেন, এই ঘটনা ফের দেখিয়ে দিল রাজ্য মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষা কতটা তলানিতে। পশিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও, নারী নির্যাতনের নিরিখে এই রাজ্য একদম প্রথমের সারিতে, এর থেকে লজ্জার আর কিছু হয় না। একই সঙ্গে শুক্রবার জাতীয় মহিলা কমিশনের সদস্যা সুষমা সাহুকে আটকানোর ঘটনার তীব্র প্রতিবাদ করে তিনি বলেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ কার্যত লোপ পেয়েছে ।
নাম না করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত ‘মিথ্যা বলার’ অভিযোগ আনলেন রূপা গঙ্গোপাধ্যায়
আপনার মতামত জানান -