ছত্রপতি শিবাজী টার্মিনাসে রেলের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে গুরুতর শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। তাঁর অসুস্থতার খবর পেয়ে তাঁর খোঁজ খবর নেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। গতকাল রেলমন্ত্রী প্রবল পেটে যন্ত্রনায় আক্রান্ত হলে তাঁকে দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রেলমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও এটি তাঁর ক্রনিক সমস্যা এবং এর পাশাপাশিই আরও বেশ কিছু রোগের দ্বারা আক্রান্ত তিনি।
আপনার মতামত জানান -