
২০০৮ সালের ১২ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হন জননেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি। সেই সময় থেকেই এতদিন পর্যন্ত তিনি কোমায় আচ্ছন্ন ছিলেন। দিনকয়েক আগেই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী প্রিয়রঞ্জন বাবু, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ছাত্রাবস্থা থেকেই সক্রিয় রাজনীতিতে ছিলেন তিনি, পরে যুব কংগ্রেস সভাপতি হন। কেন্দ্রে মন্ত্রীত্ত্বও করেন তিনি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনেরও সভাপতি ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
আপনার মতামত জানান -