
সরকারিভাবে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৮ ই ফেব্রুয়ারী। কিন্তু আজ থেকেই সেখানে পোস্টাল ব্যালটের ভোটগ্রহণ শুরু হয়ে গেল। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন বলে মূলত পুলিশ, আধা সামরিক বাহিনী ও সরকারি কর্মীরা নিজেদের ভোটটি আগেভাগেই দিয়ে রাখছেন। এই পোস্টাল ব্যালটের ভোটগ্রহণ রাজ্যজুড়ে আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। আজ সকল ৯ টা থেকে রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত সব বিধানসভা কেন্দ্রের ভোট হচ্ছে রাজধানীর উমাকান্ত একাডেমিতে, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। সকালে ভোটগ্রহণ শুরু হলে ভোটগ্রহণ কেন্দ্রের গেটের সামনে ভোট দিতে আসা কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, ফলে সামান্য বিশৃঙ্খলা দেখা যায়। যদিও নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়েছে, প্রথম দিন বলে কিছু সমস্যা দেখা দিয়েছিল তবে আগামী দিনে এরকম আর কিছু হবে না।