
গত শনিবার উলুবেড়িয়ার জনসভা থেকে রাজ্য সরকারের পুলিশি অপব্যবহারের অভিযোগ এনে বিজেপি নেতা মুকুল রায় বলেছিলেন, বিরোধীদের শায়েস্তা করতে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের হয়ে তোলা তুলছে পুলিশ সুপাররা। আর এবার সেই পুলিশের ভূমিকা নিয়েই বড়সড় প্রশ্ন উঠে গেলো। বিজেপির তরফে অভিযোগ, মুকুল অনুগামীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে রাজ্য সরকার।
অভিযোগ নদীয়ার কল্যাণী থানা এলাকায় রাজ্য পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে তাঁরা হলেন বিপ্লব দে, রাজু দাস ও মনোজ ভুঁইঞা। এর মধ্যে বিপ্লব দে বিজেপি নেতা ও তিনি মুকুল ঘনিষ্ট বলে সূত্রের খবর। মুকুল রায় পুলিশকে দোষারোপ করার পরেই এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই ব্যাপারটা নিয়ে বিজেপি নড়েচড়ে বসেছে। যতদূর জানা যাচ্ছে ঘটনার প্রতিবাদে নদীয়া জেলা জুড়ে জোরদার আন্দোলনে নামতে চলেছে বিজেপি। এমনকি ধৃত বিপ্লবের মা অভিযোগ করেন, আমার ছেলে মুকুল রায়ের ঘনিষ্ঠ। তাই মুকুল অনুগামীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করতেই পরিকল্পিতভাবে আমার ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্বাভাবিকভাবেই এমন অভিযোগ সামনে আসায় হইচই শুরু হয়ে গেছে বিরোধী শিবিরে।