
চলতি বছরের জুলাই মাসে রাজ্যে আইনশৃঙ্খলার অবমাননার উদ্দ্যেশে বিজেপির তরফে ধর্মতলা অভিযানের ডাক দেওয়া হয়।এবার সেই জমায়েতের মামলায় ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দিলো পুলিশ। যা নিয়ে এবার রাজ্য রাজনীতি তোলপাড়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সংসদ সদস্য রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্রোপাধ্যায় সহ মোট পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে এই জামায়েত নাকি বেআইনি ছিল ।গোলমাল পাকানোর উদ্দেশ্যেই রাস্তা আটকানো হয় বলে ও দাবি করেছে পুলিশ।বিক্ষোভ দেখাতে রাস্তায় বসে পড়েন,বারবার জমায়েত সরিয়ে নেওয়ার কথা বললেও শীর্ষ নেতারা সেই নির্দেশ শোনেননি বলে অভিযোগ।সব থেকে গুরুত্ত্বপূর্ণ বিষয় হলো এই মামলায় তাঁরা যদি জামিন না নেন, তাহলে সকলের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরওয়ানা জারি করতে পারে আদালত।
পুলিসের মতে, লালবাজারের অনুমতি ছাড়াই সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ধর্মতলায় পর্যন্ত একটি মিছিল বের করে বিজেপি দল। সেখানে রাস্তা অবরোধের সাথে সাথে তারা রাস্তা আটকে সভাও করে।এই অভিযোগে বিজেপির নেতা-নেত্রীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৯, ১৮৮ ও ২৮৩ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে হেয়ার স্ট্রিট থানার পুলিস।তদন্তকারী অফিসাররা চাইছেন, দ্রুত চার্জশিট গঠন করে এই মামলার শুনানি শুরু করতে।