
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আসলে গৌতম বুদ্ধের অবতার? এমনটাই মনে করেন বিখ্যাত অভিনেতা ও বিজেপির সাংসদ প্রেস রাওয়াল। গুজরাট বিধানসভা নির্বাচনে গিয়ে এরকমই বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। পরেশ জি বলেন, বহু সাধ্যসাধনার পরে মোদীর মতো প্রশাসক ও মানুষ মেলে। বুকে হাত দিয়ে নিজের কাছে সততার সঙ্গে জানতে চান, ছেলেকে রাহুল গান্ধী করে তুলতে চান, নাকি নরেন্দ্র মোদী? গুজরাত নরেন্দ্র মোদীর রাজ্য। জাতপাতের ভিত্তিতে এখানে ভোট হওয়া পাপ এবং নৈতিক অপরাধ। রাহুল এখন তাঁর ডুবে যাওয়া রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে পাতিদার নেতা হার্দিক প্যাটেল, অনগ্রসর জাতির নেতা অল্পেশ ঠাকুর ও দলিত নেতা জিগনেশ মেভানিদের ওপরে আস্থা রেখেছেন। কিন্তু তাতেও কোনও কাজ হবে না।
আপনার মতামত জানান -