
প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে সারা দেশ লড়ছে করোনা ভাইরাসের মোকাবিলায়। ভাইরাসের সম্পর্কে নিত্যনতুন সামনে আসছে তথ্য, আর সেই সঙ্গে পাল্টে যাচ্ছে চিকিৎসা পদ্ধতির নিদান ও। সেই পদ্ধতিতে প্লাজমা থেরাপি একটি নতুন চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানা গেছে।
Covid 19 এর ক্ষেত্রে আইসিএমআর প্লাজমা থেরাপি বিষয়ে গাইড লাইন তৈরি করে দিতেই দিল্লির সরকারি হসপিটালে তৈরি করা হয় প্লাজমা ব্যাংক। সেই সঙ্গে আমাদের রাজ্যেও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তৈরী করা হয় রাজ্যের প্রথম প্লাজমা ব্যাংক।
ফেসবুকে আমাদের নতুন ঠিকানা, লেটেস্ট আপডেট পেতে আজই লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে
আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানা গেছে করোনা রোগীদের উপসর্গ দেখে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়, গুরুতর মাঝারি আর মৃদু উপসর্গ হিসেবে। তবে এদের মধ্যে যাদের শ্বাসকষ্ট আছে বা অক্সিজেন দিতে হয়, তাদের মাঝারি উপসর্গের মধ্যে ধরা হয়। এদের ক্ষেত্রেই কার্যকর হতে পারে এই পদ্ধতি বলে জানা গেছে।ইতিমধ্যে এই পদ্ধতিকে কাজে লাগিয়ে ১২ জনকে করোনা মুক্ত করা গেছে বলে জানা গেছে। সম্প্রতি দিল্লির স্বাস্থ্য মন্ত্রী করোনায় আক্রান্ত হলে তাঁকেও কনভাসেলেন্ট প্লাজমা থেরাপির মাধ্যমে সরিয়ে তোলা হয়েছে বলে জানা গেছে।