
বড়দিনেই নেমে এল বিষাদের সুর টলি পাড়ায়, প্রয়াত হলেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায়। সোমবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। প্রসঙ্গত কয়েকদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, তাঁর শারীরিক অবস্থা বেশ কয়েকদিন ধরেই সংকটজনক ছিল, আইসিইউ-তেও রাখা হয়েছিল তাঁকে। তবে আজ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি ইহলোকের ময় ত্যাগ করে চলে গেলেন।
আপনার মতামত জানান -