
১০০% জিততে হবে এমটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের আগে। তাঁর সেই নির্দেশকে মাথা করে একই পথে হাঁটতে চাইছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল তাঁর কথা রেখেছিলো। সব জেলা পরিষদের আসনগুলোই নিজেদের দখলে রাখতে পেরেছে। পঞ্চায়েত ভোটের ফলাফল এমনটাই বলছে।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
রাজনৈতিক সূত্রের খবর বলছে, এদিন পেট্রেপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় প্রতিবাদ মিছিল করেছিলো মা মাটি মানুষের সরকার। তাতেই নেতৃত্ব দিয়েছিলেন অভিষেকবাবু। কোলকাতায় হওয়া এই মিছিলের শেষে তিনি বক্তব্যে বলেন,”২০টা জেলা পরিষদের ২০টাই পাব বলেছিলাম। পেয়েছি। এ বার আজ থেকেই শপথ নিতে হবে লোকসভায় ৪২টার মধ্যে ৪২টাই আমরা পাব।” শুধু তাই নয়, বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দিয়ে জানান যে, তাঁরা পারলে যে লড়াই করে দেখায় তৃণমূলের সাথে। এরপরও তিনি কটাক্ষ করে বলেন যে আগামীদিনে নাকি কংগ্রেস,সিপিএম,বিজেপির জীবাশ্ম দেখা যাবে না। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে। লোকসভার ভোটকে টার্গেট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হুঁসিয়ারী মন্তব্যে নড়েচড়ে বসলো বিরোধীমহল,এমনটাই জানা যাচ্ছে।