
আইনি জটিলতার পথ পেরিয়ে আবার শুরু হয়েছিল পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া। কিন্তু গতকালের অতিরিক্ত মনোনয়নের দিনেও শাসকদল লাগামহীন সন্ত্রাস করেছে অভিযোগ নিয়ে বিরোধীরা আজ ফের আদালতের মুখাপেক্ষী হয়। কিন্তু দিনের শেষে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে বড়সড় ধাক্কা খেলে বিরোধীরা। ফলে খুশির হাওয়া শাসকশিবিরে। শুনানির শেষে বিচারপতি তালুকদার স্পষ্ট জানিয়ে দেন মনোনয়নের জন্য নতুন করে আর সময়সীমা বাড়ানো হচ্ছে না। উল্টে কংগ্রেস ও বিজেপির আর্জি খারিজ করে তিনি জানান, নির্বাচন কমিশনের উপর আর হস্তক্ষেপ করবে না আদালত। নির্বাচন কমিশনকে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
আজ হাইকোর্টে গতকাল মনোনয়নে হিংসা ও হতাহতের খতিয়ান তুলে ধরে ফের মনোয়নের সময়সীমা বাড়ানোর আর্জি জানায় বিজেপি ও কংগ্রেস। বিজেপির তরফে জানানো হয়, তাঁদের নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই মনোনয়নের বাড়তি দিন নিয়ে তড়়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে হাইকোর্টের অবমাননা হয়েছে। পাল্টা প্রশ্ন করেন বিচারপতি – আপনারা কেন বৈঠকে যান নি? কেন অন্যদল দুজনকে নিয়ে বৈঠকে গেলেও, আপনারা পাঁচজনের দল নিয়ে যেতে চেয়েছিলেন? সন্তোষজনক উত্তর না পেয়ে, এই আর্জিও খারিজ করে দেন বিচারপতি তালুকদার। রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে রাজ্যে অশান্তি সৃষ্টির অভিযোগ আনলে বিচারপতি বিষয়টি নথিভুক্ত করার নির্দেশ দেন তাঁকে।