
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পরেই তিনি দাবি করেন যে, নাগরিকত্ব সংশোধনী আইন এরাজ্যে চালু হবে না।
আর মুখ্যমন্ত্রীর এই দাবি নিয়েই তীব্র কটাক্ষ ছুড়লেন বাবুল সুপ্রিয়। এদিন তিনি তাঁর টুইটারে লেখেন, ‘আবার ভুল বকছেন দিদিমনি। CAA আটকোনোর অধিকার সংবিধান ওনাকে দেয়নি।”
সিএএ এবং এনআরসি নিয়ে রাজ্যে বিক্ষোভের মাঝেই এসেছেন প্রধানমন্ত্রী মোদী। আর তার সঙ্গেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বৈঠক ঘিরেই জল্পনার পারদ সপ্তমে চড়েছিল। রাজভবনে কী কথা হল দু’জনের? এই নিয়েও রাজনৈতিক পারদ চরমে উঠেছিল।
দেশে যে কোনো দিন ব্যান হয়ে যেতে পারে হোয়াটস্যাপ। তাই এখন থেকে আমরা শুধুমাত্র টেলিগ্রাম ও সিগন্যাল অ্যাপে। প্রিয় বন্ধু মিডিয়ার নিউজ নিয়মিতভাবে পেতে যোগ দিন –
টেলিগ্রাম গ্রূপ – টাচ করুন এখানে।
সিগন্যাল গ্রূপ – টাচ করুন এখানে।
আর এদিন রাজভবন থেকে বৈঠক সেরে মুখমন্ত্রী জানান, ”কেন্দ্রের কাছে আমার ২৮ হাজার কোটি টাকা পাওনা আছে… এ ছাড়াও বুলবুলের জন্যে সাত হাজার কোটি টাকা পাওনা আছে। আমি সেই টাকা চাইতে এসেছি।”
এর পরেই মুখমন্ত্রী জানান যে, ”ওনাকে বলেছি, দেখুন আপনি এখানে এসেছেন, আমার বলা উচিত কিনা জানি না। এনআরসি-ক্যা-এনপিআরের বিরোধী আমরা। মানুষে মানুষে বৈষম্যের বিরুদ্ধে আমরা। কোনও মানুষের ওপরে যেন অত্যাচার না হয় সেটা দেখা উচিত। আমি চাই ক্যা, এনপিআর, এনআরসি প্রত্যাহার করা হোক, আপনারা বিষয়টা বিবেচনা করুন।”
আর মুখ্যমন্ত্রীর এই দাবি নিয়েই তীব্র কটাক্ষ ছুড়লেন বাবুল সুপ্রিয়। এদিন তিনি তাঁর টুইটারে লেখেন, ‘আবার ভুল বকছেন দিদিমনি। CAA আটকোনোর অধিকার সংবিধান ওনাকে দেয়নি।”