সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন একসময়ের তৃণমূলের অঘোষিত দুনম্বর মুকুল রায়। আর বিজেপিতে গিয়েই একের পর এক বিষয়ে মুখ খুলছেন, কখনো নাম করে, কখনো বা নাম না করে তিনি আক্রমন শানাচ্ছেন তাঁর প্রাক্তন দল ও সহকর্মীদের দিকে। আর সেইসব অভিযোগের সঙ্গে সাংবাদিকদের হাতে তুলে দিচ্ছেন বিভিন্ন নথি। আর তাঁর এই আক্রমনের মোকাবিলায় পাল্টা নথি দেখিয়ে খারিজ না করে শাসকদলের তরফ থেকে আসছে শুধু বিবৃতি। ফলে, ‘অ্যাডভান্টেজ মুকুল রায়’ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর সেটা বোধ হয় বুঝছেন শাসকদলের শীর্ষনেতৃত্ত্বও।
তাই সূত্রের খবর অনুযায়ী, এবার মুকুল রায়ের বিরুদ্ধে পাল্টা নথি প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। যা জানা যাচ্ছে, এই ব্যাপারে সন্তপর্ণে শেষ মুহূর্তের ‘কাজ’ চলছে। খুব শীঘ্রই মুকুল রায়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নথি সহকারে প্রকাশ করতে চলেছে রাজ্যের শাসকদল, তারমধ্যে রাজনৈতিক এবং সাংগঠনিক বিষয়ও রয়েছে বলে জানা যাচ্ছে। অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, মুকুল রায়ের অভিযোগ নিয়ে আদালতে যা হওয়ার হবে, তার সাথেই তিনি যে ‘ধোওয়া তুলসীপাতা’ নন, সে প্রমাণও শাসকদলের হাতে রয়েছে। আরো যা জানা যাচ্ছে, এই সব কাগজপত্র দলের সংশ্লিষ্ট নেতাদের কাছে পোঁছে যাবে যথাসময়ে এবং ‘বিস্ফোরণটা’ শুরু হবে মুকুল রায়ের খাসতালুক কাঁচরাপাড়া থেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক শাসকদলের এক শীর্ষনেতার দাবি, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যক্তিগতস্তরে বহু অনিয়মের অভিযোগ রয়েছে মুকুল রায়ের বিরুদ্ধে। আর তা দিয়েই তাঁকে আক্রমনের ঝাঁঝে ‘কুপোকাত’ করার প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই।
মুকুল রায় ‘ধোওয়া তুলসীপাতা’ নন, এবার নথি দেখিয়ে প্রমান করবে শাসকদল
আপনার মতামত জানান -