এবার ডিম নিয়ে নবান্নের সাথে প্রায় ‘যুদ্ধের’ পথে খুচরো ও মাঝারি ব্যবসায়ীরা। ডিমের ক্ৰমবৰ্ধমান দামে লাগাম টানতে কোনওভাবেই খোলা বাজারে ৬ টাকার বেশি দামে ডিম বিক্রি করা যাবে না, পোলট্রি ফেডারেশনকে কড়া নির্দেশ রাজ্য সরকারের। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কিন্তু ব্যবসায়ীদের তরফে যা জানা যাচ্ছে, কোনওভাবেই ৬ টাকায় ডিম বিক্রি সম্ভব নয়। কিন্তু সবমিলিয়ে কেনা দাম পড়ছে প্রায় ৫ টাকা ৭০ বা ৮০ পয়সা, আগে যা পড়ত ৪ টাকা থেকে ৪.৫০ টাকা। এত কিছুর পরেও যাঁরা একসঙ্গে অনেক ডিম কিনছেন, তাঁদের ৬ টাকা পিস দরে ডিম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যাঁরা অল্প ডিম কিনছেন, তাঁদের ক্ষেত্রে দাম পড়ছে ৬.৬০ টাকা থেকে ৭ টাকা। এমনকি ব্যবসায়ীমহলের দাবী, প্রাণী সম্পদ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল সুফল বাংলা সহ রাজ্যের বিভিন্ন সরকারি স্টলে ৬ টাকা পিস দরে বিক্রি করা হবে ডিম কিন্তু সেখানেও ৬ টাকা দরে ডিম বিক্রি করতে পারছে না, তাহলে খুচরো ও মাঝারি ব্যবসায়ীদের উপর নবান্নের এই কোপ কেন?
এবার ‘ডিম’ নিয়ে নবান্নের বিরুদ্ধে ‘লড়াইয়ের’ পথে ব্যবসায়ীরা
আপনার মতামত জানান -