
মুখ্যমন্ত্রীর অত্যন্ত পছন্দের পুলিশ অফিসার হিসাবে পরিচিত ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে অপেক্ষাকৃত কম গুরুত্ত্বপূর্ন ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারের পদে বদলি করা হয়েছিল। কিন্তু সেই পদে যোগ দেওয়ার আগেই তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দেন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে। কলকাতার এক নামি সংবাদপত্রে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে, আইপিএস অফিসার ভারতী দেবীর ইস্তফাপত্র গৃহীত হবে।
ওই সংবাদপত্রের খবর থেকে আরো জানা যাচ্ছে, আইপিএস হলেও ভারতী ঘোষ আদতে রাজ্য সরকারের ক্যাডার এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস থেকে প্রোমোশন পেয়েই তিনি আইপিএস অফিসার হয়েছিলেন। ফলে কার্যত তাঁর ইস্তফাপত্র গ্রহণের ব্যাপারে রাজ্য সরকারের স্বীকৃতিই শেষ কথা। আর তাই রাজ্য-রাজনীতিতে নতুন চর্চার বিষয় এই পুলিশ অফিসারের বদলি ও মুখ্যমন্ত্রীর সঙ্গে দূরত্ত্ব প্রসঙ্গ আরও জল্পনা পেল বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদপত্রে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।